রেকর্ড তাপমাত্রা; শীতে কাঁপছে দিল্লি

রেকর্ড তাপমাত্রা; শীতে কাঁপছে দিল্লি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দ্রুত ধেয়ে আসছে শীত। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে রোববার (২২ নভেম্বর) ১৭ বছরের মধ্যে সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন রাজ্যটিতে তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০০৩ সালের পর এই প্রথমবারের মতো নভেম্বরে তাপমাত্রা সর্বনিম্মতে পৌঁছেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে দুইদিনের মাথায় তাপমাত্রা আরও নিচে নেমে ১৭ বছরের রেকর্ড ভেঙেছে।

ভারতীয় আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা কুলদীপ শ্রীভাস্তব জানান, সফদারগঞ্জ পর্যবেক্ষণ থেকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার তথ্য জানিয়েছে। ২০০৩ সালের পর নভেম্বরে এটি সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে দিল্লির বিভিন্ন শহরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, ২০০৩ সালে দিল্লিতে সর্বনিম্ম ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর ১৭ বছর পর দিল্লির তাপমাত্রা ৬ এর কোঠায় নামে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *