রেলব্যবস্থাকে ধ্বংস করেছিল বিএনপি : রেলমন্ত্রী

রেলব্যবস্থাকে ধ্বংস করেছিল বিএনপি : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ●  রেল ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছিল মন্তব্য করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপির আমলে একটি বগি বা একটি ইঞ্জিনও আনা হয়নি। তারা ১২০টি রেলস্টেশন বন্ধ করে দিয়েছিল। গোটা রেলব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। কিন্ত আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলের উন্নয়ন শুরু করা হয়। ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জের আমনুরা বাইপাস রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা রেলমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির বন্ধ করা ৬০টি স্টেশন ইতোমধ্যে চালু করা হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও ২৫টি চালু করা হবে এবং পর্যায়ক্রমে সবগুলোই চালু করা হবে। আগে এই খাতে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু বর্তমানে সাড়ে ১১ হাজার কোটি বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ২৭০টি কোচ ও ৪৬টি ইঞ্জিন ক্রয় করা হয়েছে। আমাদের আরও অনেক কোচ ও ইঞ্জন লাগবে। কিছু দিনের মধ্যেই আরও কোচ ও ইঞ্জিন আনা হবে। রেলমন্ত্রী বলেন, যমুনা সেতুর ওপর দিয়ে যে ট্রেন চলাচল করে তাতে আরও একটি ট্রেন চলাচলের ক্যাপাসিটি নেই। তাই আপাতত চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন দেয়া যাবে না। তবে অবিলম্বে যমুনা সেতুর পাশ দিয়ে একটি প্যারালাল রেলললাইন নির্মাণ করার পর এবং আরও নতুন কোচ ও ইঞ্জিন আনার পর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা হবে। আমনুরা বাইপাস রেলস্টেশনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক ছাত্র নেতা প্রকৌশলী মাহতাব উদ্দিন, রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মো. খায়রুল আলম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *