রোজার বড় আমল রোজা রাখা

রোজার বড় আমল রোজা রাখা

মাসউদুল কাদির : আমরা পবিত্র রমজান অতিক্রম করছি। রোজার আমল নিয়ে অনেকেই জানতে চান। মূলত রোজার বিশেষ আমল কী? আসলে রোজার সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। সিয়ামসাধনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা ও তারাবিহ আদায় করবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।” (সহিহ ইবনে খুযাইমা, হাদিস: ২২০১।)

অন্য এক হাদিসে আছে, হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন – “অথাৎ রমযান মাস শুরু হলেই রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়।” ( সহীহ মুসলিম, হাদীস – ২৫৪৮)

মহান আল্লাহ তাআলা আমাদেরকে রোজার আমলকে যথাযথভাবে পালন করার তাওফিক দিন। আমীন

____________

patheo24,/105/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *