পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (০৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
শনিবার (০৫ ডিসেম্বর) ডেসকো এক বার্তায় জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মধ্যাহ্নের সময় এক ঘণ্টা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডেসকো।
/এএ