২৮শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আচমকা লেগে যাওয়া ভয়াবহ আগুনে কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া-মোছনী নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে প্রায় ছয় শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (১৩ জানুয়ারি) রাতে নয়াপাড়া-মোছনী নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে মুহুর্তেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোন পরিবার মালামাল বের করতে পারেনি। আগুনের উৎস কোথা হতে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে রোহিঙ্গারা জানিয়েছেন, ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সুূত্রপাত হয়ে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ-উখিয়ার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসসহ উপস্থিত রোহিঙ্গাদের সহায়তায় আজ বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি। তবে কেউ কেউ গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান জানান, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়। এর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে, সকাল ১০টার দিকে কক্সবাজার ত্রাণ শরণার্থী ও পূর্ণবাসন বিষয়ক কমিশনার শাহ রেজওয়ান হায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
/এএ