পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটা সময় ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে শুধু ওয়ানডেতেই শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন তিনি। গত সপ্তাহে প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছিলেন। তবে এক সপ্তাহ পর র্যাংকিংয়ে ফের অবনমন ঘটেছে সাকিবের।
সেন্ট লুসিয়া টেস্টে তেমন সুবিধা করতে না পারায় ভারতের রবিচন্দ্রন অশ্বিনের নিচে নেমে গেছেন সাকিব। বর্তমানে অশ্বিন দুইয়ে, আর সাকিব তিনে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার রয়েছেন চারে। এক নম্বরে আছেন ভারতের আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।
কাইল মেয়ার্স অলরাউন্ডার র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কারই পেলেন তিনি।
ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তর। দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে লড়াকু ফিফটি করে ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে সোহান। শান্ত ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে।