লকডাউন: নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে মানুষ

লকডাউন: নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জসহ সারা দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধের প্রথম দিনে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কের বিভিন্ন স্পটে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সড়কে যানবাহন না থাকলেও কারণে অকারণে বের হচ্ছ্নে মানুষ।

শুক্রবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ফতুল্লার পঞ্চবটী ও শিবুমাকেট এলাকার বিভিন্ন সড়কে লকডাউনে বাস্তবায়ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের চাষাড়া ও ফতুল্লার পঞ্চবটী মোড়ে দেখা যায়, কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সবধরনের যানবাহন আটকে দিচ্ছে। বিনাকারণে কেউ রাস্তায় বের হলে তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। কেউ বলছেন বাজারে যাবেন আবার কেউ বলছেন ডাক্তারের কাছে। আবার অনেকে বলছেন আত্মীয়ের বাড়িতে যাবেন।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন কামরুল হাসান বলেন, ‘কঠোর লকডাউনের প্রথমদিনে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। প্রত্যেক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে লকডাউন নিশ্চিত করা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *