২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

লঘুচাপের শঙ্কা, বাড়বে রাতের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। দেশেও এর প্রভাব পড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা বাড়বে। দুই দিনের মধ্যে আবহাওয়ার সামান্য পরিবর্তন দেখা যাবে। এ ছাড়া আজ বুধবার দেশজুড়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস থাকবে।

গতকাল সন্ধ্যায় বাতাসে আদ্রতা ছিল ৬৬ শতাংশ। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপ তৈরি হলে বাতাসের গতি ও দিকের পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com