২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্রবিরোধীরা বিক্ষোভ করেছেন। এ সময় রাজতন্ত্র বিরোধী গ্রুপ রিপাবলিকের প্রধান নেতাকে আটক করেছে পুলিশ। চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ত্রাফালগার স্কয়ার থেকে তাকে আটক করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায় রাজতন্ত্র বিরোধী কয়েকজন বিক্ষোভকারী ‘আমার রাজা নয়’ লেখা সম্বলিত টি-শার্ট পরে আছেন। এ সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। যার মধ্যে রয়েছেন রিপাবলিকের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও।
ওই বিক্ষোভকারীরা গাড়ি থেকে রাজতন্ত্র বিরোধী প্লাকার্ড নামাচ্ছিলেন। তাদের যেখান থেকে আটক করা হয়েছে সেখান দিয়েই বাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যান রাজা তৃতীয় চার্লস। পরবর্তীতে ওয়েস্টমিনিস্টারে নানান আয়োজনে রাজ অভিষেক হয় চার্লসের।
যেসব বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তারা শান্তিপ্রিয় ভাবেই নিজেদের আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ এসে বাঁধা দেয়। প্রধান নির্বাহীকে আটক করার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে রিপাবলিক। এতে তারা বলেছে, ‘শান্তিপ্রিয় আন্দোলনের জন্য (গ্রেপ্তার করা) অনেক বাড়াবাড়ি।’
পুলিশ জানিয়েছে, রাজ্যাভিষেকের জন্য নির্ধারিত পথে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে পারেন এমন সন্দেহের ভিত্তিতে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে সেটি নির্দিষ্ট করে জানায়নি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
সূত্র: বিবিসি