আন্তর্জাতিক ডেস্ক ● লাহোরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। কে বা কারা এই হামলার সম্পৃক্ত তা জানা যায়নি। পাকিস্তানে এসব হত্যাকণ্ড নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, লাহোরে একটি জনবহুল বাজারের কাছাকাছি একজন আত্মঘাতী বোমারু সেনাবাহিনীর একটি গাড়ির সামনে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক আহমেদ খান পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভিকে বলেন, ওই আত্মঘাতী বিস্ফোরণে ৪ সেনাসহ ২ জন বেসামরিক পথচারী নিহত হয়েছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা রক্ষীরা বিস্ফোরণস্থলকে চারদিক থেকে ঘিরে রেখেছে।