লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান। নতুন দামি রবিবার থেকেই কার্যকর হবে। এছাড়া ঈদের আগে তেলের দাম আরও কমানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, “নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের দাম কমেছে। কৃষকের স্বার্থের কথা চিন্তা করেই পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৫ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার টন পেঁয়াজ।”

চীন থেকে আদা আসা বন্ধ হওয়া বাজারে পণ্যটির দাম বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এখন মিয়ানমার থেকে আদা আনা হবে, চেষ্টা করা হচ্ছে চাহিদা অনুপাতে নিয়ে আসার।” মিয়ানমার থেকে আনার পর আদার দামও ঈদের আগে কমে আসবে বলে জানান বাণিজ্য সচিব।

চিনির দাম প্রসঙ্গে তিনি বলেন, “চিনির দাম এখন যা আছে তাই থাকবে। আর বাড়বে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *