লিভারপুলে চালু হচ্ছে প্রথম ইসলামিক স্কুল

লিভারপুলে চালু হচ্ছে প্রথম ইসলামিক স্কুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যের লিভারপুল সিটিতে এবার যাত্রা শুরু হচ্ছে ইসলামিক স্কুলের। এরইমধ্যে স্কুলটি প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির শিক্ষা বিভাগ অনুমোদন দিয়েছে। তবে ইসলামভিত্তিক হলেও সেখানে সব ধর্মের শিক্ষার্থী অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে। খবর লিভারপুল এক্সপ্রেস।

জানা গেছে, যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান স্টার অ্যাকাডেমিসের তত্ত্বাবধানে ইডেন গার্লস লিডারশিপ একাডেমি নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হতে যাচ্ছে। এটিই হবে শহরের প্রথম ইসলামিক স্কুল।

স্কুলের তত্ত্ব বধায়ক সংস্থা স্টার অ্যাকাডেমিস জানিয়েছে, তাদের এই স্কুলটি ইসলাম ধর্মভিত্তিক হলেও সেখানে সব ধর্মের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ একাডেমিক পাঠ্যক্রম অনুসরণ করে পরিচালিত হবে এই স্কুল। এখানে ১১-১৮ বছর বয়সী ৮০০ ছাত্রী ভর্তির সুযোগ পাবে। বৈচিত্র্যপূর্ণ কিছু আয়োজনের মাধ্যমে তারা বিভিন্ন দাতব্য ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।

স্টার অ্যাকাডেমিস জানিয়েছে, লিভারপুল পাশাপাশি তারা দেশটির আরও ১৫টি শহরে এ ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যার হামিদ পাটেল সিবিই বলেন, প্রত্যেকটি শিশুই উন্নতমানের শিক্ষা লাভের অধিকার রাখে। লিভারপুল শহরে আমাদের ইডেন গার্লস লিডারশিপ একাডেমি শহরের হাজারো তরুণের সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবে। ব্রিটিশ সরকারের বিনা মূল্যের স্কুল কর্মসূচি এবং আমাদের স্থানীয় সহযোগীদের অংশগ্রহণে এই স্কুলটি পরিচালিত হবে।

লিভারপুল কাউন্সিলের শিক্ষাবিষয়ক সদস্য লিলা বেনেট জানিয়েছেন, লিভারপুলে নতুন মাধ্যমিক স্কুল খোলার ব্যাপারে শিক্ষা বিভাগে স্টার অ্যাকাডেমির আবেদনটি পাস হয়েছে। আগামী বছর স্কুলটির জায়গা নিশ্চিত হওয়ার পর এর কার্যক্রম শুরু হবে। কাউন্সিল এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে।

উল্লেখ্য, স্টার অ্যাকাডেমিস যুক্তরাজ্যভিত্তিক একটি শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান। সংস্থাটির তত্ত্বাবধানে এরই মধ্যে যুক্তরাজ্যের লন্ডন, ল্যাঙ্কাশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ার, গ্রেটার ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ডসে প্রায় ৩৬টি স্কুল চলমান রয়েছে। এর প্রধান নির্বাহী হিসেবেদায়িত্ব পালন করছেন স্যার মুফতি হামিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *