লেখা আহ্বান

লেখা আহ্বান

প্রিয় সুহৃদবৃন্দ!

নতুন বছরের নিরন্তন শুভেচ্ছা। আমরা যারা ধর্মীয় ঘরানার, জড়িয়ে আছি উপন্যাস, গল্প, কবিতা, বা সাহিত্যের অন্য যেকোন শাখার সাথে, তাদের চাওয়া একটাই। সাহিত্যের উৎকর্ষতায় ধর্মের প্রচার, শাশ্বত ইসলামের ঝাণ্ডাকে উচ্চকিত করা। জীবনে সবটুকু দিয়েই আমরা চাই ইসলামী সাহিত্য এগিয়ে যাক পৃথিবীর পথে।

এই ঘরানার অনেকেই হয়েছেন বিখ্যাত। আবার অনেক ভাল লিখেও কেউ কেউ রয়ে গেছে অন্তরালে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ইসলামী সাহিত্যের জাগরণ ঘটানো। বাংলার নিভৃত জনপদ থেকে উঠিয়ে আনা অবহেলায় ফুটে থাকা বুনোফুলগুলোকে।

জানিনা আমাদের পথ কতটা দীর্ঘ হবে। তবে অদম্য এক ইচ্ছে আমাদের ঘিরে থাকে সারাক্ষণ। আমাদের এই উদ্যোগ সেই সব সাহিত্যকামী মানুষদের জন্য উন্মুক্ত। আমরা কাজ করতে চাই নতুন সূর্য নিয়ে। যে সূর্যের আলোয় একদিন আলোকিত হবে পৃথিবী। দেখবো নতুন এক বাংলাদেশ।

তাহলে বসে থাকা কেন! সবাইকে লেখার আহ্বান জানাচ্ছি। লিখতে পারেন ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, অনুকাব্য, ভ্রমন কাহিনী, রম্য গল্প, রচনা, স্মৃতিকথা, স্মৃতিগদ্য, মুক্তগদ্য, প্রবন্ধ-নিবন্ধ ও সংস্কৃতি নিয়ে।

লেখা পাঠাতে হবে এই ইমেইলে-  patheo24@gmail.com

 

ধন্যবাদান্তে:

সহযোগী সম্পাদক, পাথেয় টোয়েন্টিফোর ডটকম

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *