লেপ তৈরিতে লাল কাপড় ব্যবহার করা হয় যে কারণে

লেপ তৈরিতে লাল কাপড় ব্যবহার করা হয় যে কারণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: শীতের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে প্রকৃতিতে। শীত পড়ার আগেই লেপ-কম্বলের দোকানিরা ব্যস্ত সময় কাটাতে শুরু করেছেন। আসতে শুরু করেছে কম্বল। সেলাই করা হচ্ছে নতুন লেপ। লেপ বেশিরভাগ সময়ই সেলাই করা হয় লাল কাপড়ে। এর কারণ জানেন?

লাল কাপড়ে লেপ তৈরি শুরু হয় বাংলা, বিহার ও ওড়িশার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে। সেই সময়েই লাল মখমলের কাপড় দিয়ে লেপ তৈরি শুরু। মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলার চাষ হতো, সেই তুলো লাল রঙে চুবিয়ে মোলায়েম মখমলের কাপড়ে ভরা হতো। সুগন্ধির জন্য ছিটিয়ে দেওয়া হতো আতর। এরপর মুর্শিদকুলি খাঁর মেয়ে জামাতা নবাব সুজাউদ্দিনের আমলে মখমলের পরিবর্তে সিল্কের ব্যবহার শুরু হয়। কিন্তু মখমল ও সিল্কের দাম অনেক বেশি হওয়ার কারণে সবাই কিনতে পারতেন না। তাই সাধারণ মানুষ লাল কাপড়েই ভরা শুরু করে তুলা।

ঢাকার নবাবদের আমলেও লেপ তৈরির জন্য লাল রঙের কাপড় ব্যবহৃত হতো। এই গল্প প্রচলিত রয়েছে ধুনুরিদের একাংশের মধ্যেও। সেই থেকে লাল কাপড়ে লেপ বানানোর রীতি চলে আসছে। তবে এই মতের বিরুদ্ধ মতও কম নয়। কেউ কেউ বলেন, লেপ কখনও ধোয়া যায় না। তাই গাঢ় রঙের লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম দেখা যায়।

অনেকেই আবার মনে করেন, এসব নিছকই গল্প। ইতিহাস বা ঐতিহ্য নয়। এ কেবল রীতি ছাড়া আর কিছুই নয়। বরং ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই লাল কাপড়ে মুড়ে রাখা হয় শীতের লেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *