শতভাগ লকডাউন কার্যকর করতে সিডনিতে সেনা মোতায়েন

শতভাগ লকডাউন কার্যকর করতে সিডনিতে সেনা মোতায়েন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে করোনাভাইরাসে ঠেকাতে চলমান লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে দেশটির সেনাবাহিনী, এমনটাই জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সিডনিতে করোনার ডেল্টা ধরনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি আর মারা গেছেন ৯ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সিডনিতে একদিনে ২৩৯ জনের শরীরে করোনভাইরাস শনাক্ত হয়। মহামারি শুরুর পর সেখানে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর পরপরই চলমান লকডাউন নিশ্চিত করতে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সেনা মোতায়েনের আবেদন জানায়।

পাঁচ সপ্তাহ ধরে সিডনিতে লকডাউন চলার পরও দৈনিক সংক্রমণ কমছে না। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭০ জন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সপ্তাহজুড়ে প্রশিক্ষণ নেবেন। এরপর আগামী সোমবার (২ আগস্ট) থেকে কার্যক্রম শুরু করবেন তারা।

২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে আগামী ২৮ আগস্ট। নিয়ম মানাসহ করোনা ঠেকাতে সব ধরনের তদারকির কাজে পুলিশকে সহায়তা করবে সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *