২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

শনিবার সব মহানগরে বিএনপির সমাবেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার হটাতে ১০ দফা, নিত্যপণ্যের দাম কমানো এবং সর্বব্যাপী দুর্নীতির প্রতিবাদে রাজধানীসহ দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক জোটগুলো।

শনিবার পৃথকভাবে যুগপৎ আন্দোলনের এ কর্মসূচি পালন করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল।

গত ২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক জোট সরকারের পদত্যাগের দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করেছে এ প্রতিবাদ সমাবেশ সেগুলোর মধ্যে দশম।

এসময়ে সারাদেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ, মানববন্ধন কর্মসূচি এবং পদযাত্রা করেছে যুগপৎভাবে।

এরমধ্যে গত ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় থেকে মহানগর পর্যন্ত কয়েক দফায় পদযাত্রার কর্মসূচি শুরু করে। সর্বশেষ গত ১১ মার্চ বিরোধী রাজনৈতিক দলগুলো সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি করে। সেদিন নতুন করে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় দফতর জানান, শনিবার বিএনপি রাজধানীসহ সব মহানগরীয় ইউনিটে প্রতিবাদ সমাবেশ করবে। এগুলোতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

রাজধানীতে দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হবে।

অপরদিকে বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চ পল্টনে মোড়ে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে, পল্টন মোড়ে ও জাতীয় প্রেসক্লাবের সামনে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগে গণফোরাম চত্বরে সমাবেশ করবে।

গণতন্ত্র মঞ্চ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও করবে এ জোট।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com