শপথ নিলেন বিলওয়াল ভুট্টো

শপথ নিলেন বিলওয়াল ভুট্টো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বুধবার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথ পাঠ করান। সেসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানীখার সহ অন্যান্য ফেডারেল মন্ত্রীরা।

মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিলওয়ালের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। খবর রটে, বিলওয়াল মন্ত্রী হবেন না।

কিন্তু এরপর লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন বিলওয়াল। শাহবাজ শরিফের ফেডারেল সরকারে বিলওয়ালের যোগ দেওয়া নিয়ে যে সংশয় ছিল সেটি কেটে যায় ঐ বৈঠকের পর।

এর আগে শাহবাজ শরিফের মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিলওয়াল উপস্থিত ছিলেন। তবে শপথ নেননি। তখন তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব ভুট্টো-অনুরক্তদের আশ্বাস দিয়েছিলেন যে বিলওয়াল পরে শপথ নেবেন।

অবশেষে নানা নাটকীয়তার পর মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিলওয়াল ভুট্টো জারদারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *