২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিমতীরে আইমান মুহাইসেন (২৯) নামে এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।
বৃহস্পতিবার ফিলিস্তিনের পুরনো ও ঐতিহাসিক শহর বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ হামলার ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপির।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর।
এ সংঘর্ষের ব্যাপারে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে বুধবার অধিকৃত পশ্চিমতীরের আরুব শরণার্থী ক্যাম্পে এক ফিলিস্তিনি নারীকে বুকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলের সেনারা।
এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হত্যাকাণ্ডটি দখলদার বাহিনী কর্তৃক পরিচালিত ধারাবাহিক অপরাধ এবং হত্যাকাণ্ডের অংশ।
চলতি বছরের শুরু থেকেই ফিলিস্তিনের অভ্যন্তরে ইসরাইলের হামলার ঘটনা বেড়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের সেনারা ১ জানুয়ারি থেকে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।