পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর এখন স্বাভাবিক হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি আটকে ছিল না বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।
আজ বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাত ১০ টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি এর সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাদপুর নৌরুটে ৫ টি ফেরি ট্রাফিকে রয়েছে। গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী ৩ টি ফেরি চলাচল করছে। ঘুন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন হয়। এতে করে ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কাটার সাথে সাথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ইকবাল হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে রাত ১০:৪৫ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল। সকাল ৭ টা ৪৫ মিনিটের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ থাকে।