২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শর্ত সা‌পে‌ক্ষে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর। মূলত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করা বাংলা‌দে‌শি‌দের এ ভিসা দে‌বে দেশ‌টি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত ১৫ আগস্ট কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশিরা শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন তারা মিশরে অন অ্যারাইভাল ভিসা পাবেন।

আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। ত‌বে পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ব‌লে জানায় দূতাবাস।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com