১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

‘শান্তির ফতওয়া’ প্রকাশের পর দেশে জঙ্গিবাদের দৃশ্যপট চেঞ্জ হওয়া শুরু হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • ‘যখন আমাদের ছেলেরা ধর্মের সঠিক ব্যাখ্যা পাচ্ছে, তখনই তারা জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি সমূলে উৎপাটন করতে না পারলেও জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বর্তমানে এক-দুটো যা দেখছেন, এমন ভিন্নমতের লোক সবসময় থাকেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সোয়া লক্ষ আলেমদের নিয়ে একটি ফতওয়া ( সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানবকল্যাণে ‘শান্তির ফতওয়া’) দিয়েছিলেন। তারপর থেকেই থেকেই আমাদের দেশে জঙ্গিবাদের দৃশ্যপট ক্রমান্বয়ে উন্নত হওয়া শুরু করলো।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। আপনারা দেখেছেন জঙ্গিবাদ বিরোধী হামলার ঘটনায় যারা মারা গেছে তাদের ডেডবডি পর্যন্ত পরিবার নিতে আসেনি। এমন দৃশ্যও আমরা দেখেছি, জঙ্গিবাদে জড়িত থাকায় অনেক সময় মা তার সন্তানকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে উঠিয়ে দিয়েছে। তাছাড়া এখন যারা আমাদের কাছে আটক আছে, তারাও অনুশোচনায় ভুগছে যে, তারা ভুল কাজ করেছে।’

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

জঙ্গিবাদ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই উত্থান ঘটানোর চেষ্টা হয়েছে। আমি মনে করি, একটি গোষ্ঠী কোনো না কোনো উদ্দেশ্যে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করে। আমাদের দেশে জঙ্গিবাদ শাখা-প্রশাখা বিস্তার করতে পারেনি। এটি সমূলে উৎপাটন করতে না পারলেও নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারণ, যখন আমাদের ছেলেরা ধর্মের সঠিক ব্যাখ্যা পাচ্ছে, তখনই তারা জঙ্গিবাদের পথ থেকে ফিরে আসছে।’

যুদ্ধ শিশুদের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যুদ্ধ শিশু ও মাতাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি ট্রাস্ট গঠন করে গেছেন। আর যেখানে বঙ্গবন্ধু নিজেই বলেছেন তোমরা সব আমার সন্তান, এরপরে আর কোনও কথা থাকে না।’

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com