শামস আরেফিনের ‘নবজাতক স্বপ্নরা’

শামস আরেফিনের ‘নবজাতক স্বপ্নরা’

আদিব সৈয়দ ● শামস আরেফিন পরীক্ষানিরীক্ষা করেই কবিতা লেখেন। নাম প্রচারের জন্য নয়, পৃথিবী গড়ার মানসেই লিখে যান তিনি সমাজের কথাম মানুষের কথা। অমর একুশে বইমেলায় এসেছে তরুণ কবির কবিতার বই ‘নবজাতক স্বপ্নরা’। বইটি প্রকাশ করেছে ‘চৈতন্য’। প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ।

শামস আরেফিন পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০১৫-তে স্নাতক ও স্নাতকোত্তরের সিঁড়ি পেরিয়ে প্রথম কর্মজীবন কাটান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে (সিইডি) সেন্টারে গবেষক হিসেবে। বর্তমানে ঢাকা চেম্বার অব কমার্সের গবেষণা বিভাগে কাজ করছেন সহকারী সচিব পদে।

২০১৩ সালে কবির প্রথম কবিতার বই ‘বহুজাতিক মন ভালোবাসে মানিব্যাগ’ প্রকাশিত হয়। কবিতা ও ভ্রমণ তার প্রিয় অনুষঙ্গ।

শামস আরেফিনের কবিতা

স্বপ্নবীজ বোনা বিপ্লবী
(দেশপ্রেম জাগানিয়া মাশরাফির ঋণ পূরণে)

ষোল কোটি স্বপ্নের আত্মাকে দেশপ্রেম-মঞ্চে দাঁড় করানো গর্জন
তোমাকে প্রণাম কিশোর রাজনীতিকে পিতৃত্ববোধ শেখালে বলে
বোরকাপরা বোধকে আত্মমর্যাদার চশমায় জাতিগ্রহণ দেখিয়েছো
শেরের আঙুল হয়ে অফুরন্ত ভবিষ্যতের জানলা খুলেছো
একটি মুজিবনগর ও তাজউদ্দিন হয়ে সার্বভৌমত্বের বারুদ জ্বেলেছো
তোমার আহত হাঁটুতে দাঁড়িয়ে আজ মেরুদ-হীন জাতি স্বপ্ন দেখে
তোমার হাসিতে প্রশান্তির ধান পাকে প্রতিটি কৃষক হৃদয়ে-
আর কান্নায় গুম সন্তানের জননী হয়ে বাংলাদেশ আঁৎকে ওঠে।

সমঝোতার দুর্ভিক্ষে অপহৃত আগামিকে আধ্যাত্মিক স্থিতি দেয়া প্রাণপুরুষ
ভাসানী হয়ে বাঁচালে ফারাক্কার বিষবাষ্প কিংবা বঙ্গবন্ধু হয়ে স্বাধীনতা
শোনো,
তুমি ছাড়া আর কে মাতৃভূমির জন্য কেঁদে পবিত্র পূজারী হতে পারে?
কে হতে পারে জীবনের হোলি খেলে স্বপ্নবীজ বোনা বিপ্লবী?
তোমাকে লাল সালামের প্রয়োজন নেই-
সালামই তোমাকে সম্মান জানাতে লাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *