শাহবাজকে শিগগির আস্থা ভোটের মুখোমুখি হতে হবে : ইমরান

শাহবাজকে শিগগির আস্থা ভোটের মুখোমুখি হতে হবে : ইমরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শিগগির জাতীয় পরিষদে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা শাহবাজকে প্রমাণ করতে বলবেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

শনিবার পাকিস্তানের হাম নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকার এ দাবি করেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান। এ ছাড়া লাহোরে অনুষ্ঠিত এক আলোচনায়ও তিনি একই কথা বলেন।

ইমরান বলেন, ‘শাহবাজ শরিফ পাঞ্জাবে আমাদের পরীক্ষা নিয়েছেন। এবার তাঁর পালা। জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা আছে কি না, তা তাঁকে প্রমাণ করতে হবে।’

পিটিআইয়ের প্রধান বলেন, প্রথমে শাহবাজকে আস্থা ভোটের মুখে পড়তে হবে। পরে তাঁর ব্যাপারে অন্যান্য পরিকল্পনা তাঁদের রয়েছে।

আলভি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি তৎকালীন ক্ষমতাসীন দল পিটিআইয়ের মনোনয়নে ২০১৮ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রেসিডেন্ট হন।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ইমরানের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়।

ইমরানের পতনের পর শাহবাজের নেতৃত্বে পাকিস্তানে জোট সরকার গঠিত হয়। সামান্য সংখ্যাগরিষ্ঠতায় এই সরকার টিকে আছে।

শাহবাজের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন ইমরান। তিনি আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *