২৪শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।
এতে শ্রীরামপুর গ্রামের সামছুল হক, নুরুল হক, সাবাজ মিয়া, চন্দু মিয়া, ফরিদ মিয়া, শাহিন মিয়া, আব্দুল আহাদ ও রাজন মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় নগদ টাকা, আসবাপত্র, স্বর্নালংকার, মূল্যবান কাগজপত্রসহ ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টা ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. আরিফ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। খবর পেয়ে আমাদের ২টি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি বসতঘর পুড়ে যায়। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকার মতো হবে।