শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ইতালিতে মানববন্ধন

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ইতালিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেক্স : নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রোববার দুপুরে দেশটির রাজধানী রোমে বিশ্বের সপ্তমাশ্চর্য কোলসিয়ামের সামনে এ মানববন্ধন থেকে বাংলাদেশে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়।

স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ নেন।

তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে চলমান এ আন্দোলন নির্দলীয় ও নিরপেক্ষ আন্দোলন। দেশের ১৭ কোটি মানুষের দাবি আদায়ের লক্ষ্যে দেশের ছোট ভাই-বোনেরা রাজপথে নেমেছে। তাদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে সমর্থন জানাচ্ছি। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাদের সব শর্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এছাড়াও তারা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *