পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা ১০ দিন লিফলেট বিতরণের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ভোট বর্জনের আহ্বানে আগামীকাল শুক্রবার সারা দেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।
এর আগে ভোট বর্জনের আহ্বানে গত ২৬ ডিসেম্বর থেকে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন শুরু করে বিএনপিসহ বিরোধীরা। সেদিন থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত একটানা এই কর্মসূচি অব্যাহত রয়েছে।