৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

শুক্র-শনিবার ঢাকায় বৃষ্টি হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে। ১৮ এপ্রিল, মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশিদ।

আবহাওয়াবিদ বজরুল রশিদ বলেন, আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এ সময় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। এরপর শুক্র ও শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সিলেট অঞ্চলে আজও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ বজরুল রশিদ।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com