পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জমিয়তুল উলামার অবদান শীর্ষক সমাবেশ ও কাউন্সিল শুরু হয়েছে। ইতোমধ্যেই উপস্থিত হয়েছে মানবকল্যাণে লাখো আলেম ফাতওয়ায় নেতৃত্বদানকারী শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি উপস্থিত হয়েই সবাই অভিনন্দন জানিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করেছেন আলেম উলামাদের।
সিলেট জমিয়তুল উলামা আয়োজিত সিলেজ জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিহ হচ্ছে।