১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার দুমাস পর মৃত্যু হয়েছে মার্কিন নাগরিক ডেভিট বেনেটের।
বুধবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ৭ মার্চ তার মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
মেরিল্যান্ডের চিকিৎসক ড. বার্টলি গ্রিফিথ ও তার দল যুগান্তকারী এই অস্ত্রোপচারটি করেছিলেন।
বেনেটের মৃত্যুর পর এক বিবৃতিতে ড. বার্টলি বলেছেন, “আমরা বেনেটের মৃত্যুতে শোকাহত। তিনি একজন সাহসী এবং মহৎ রোগী হিসেবে প্রমাণিত হয়েছিলেন যিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন।”
এ বছর ৭ জানুয়ারি মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে বেনেটের দেহে একটি শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল।