১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

শেক্সপিয়ার থিয়েটারের ইতিহাসে প্রথম ইফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যজুড়ে উন্মুক্ত ইফতার আয়োজনের অংশ হিসেবে এবার ব্রিটেনের প্রাচীন শেক্সপিয়ারস গ্লোব থিয়েটারে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। থিয়েটারের চার শ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন আয়োজন দেখা যায়। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে মুসলিমসহ বিভিন্ন ধর্মের পাঁচ শতাধিক লোক অংশ নেন।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্টের সহযোগিতায় রমজান মাসের সৌহার্দ্যের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়। উন্মুক্ত ইফতার কার্যক্রমের ১০ বছর পূর্তিতে যুক্তরাজ্যের বড় শহরগুলোতে এই আয়োজন করছে সংস্থাটি।

অভিনব এ আয়োজনে মুগ্ধতা প্রকাশ করে থিয়েটারে প্রধান আমির এদিন বলেন, ‘আমরা কখনো এমন ইফতার আয়োজনের কল্পনা করিনি। থিয়েটারে এমন অভিনব আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

১৫৯৮ সালে প্রতিষ্ঠিত থিয়েটারটির চার শ বছরের ইতিহাসে প্রথম বারের আজানের ধ্বনি শোনা যায়। থিয়েটার প্রাঙ্গণে ইফতার কার্যক্রমের পর মাগরিবের নামাজও অনুষ্ঠিত হয়। অতীতে তা ইউরোপীয় রাজাদের বিনোদন ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হতো।

ইফতার ও মাগরিবের নামাজের পর মুসলিম শিল্পীরা ইসলাম ও পবিত্র রমজান মাসের পরিচিতমূলক বিভিন্ন শ্লোক উপস্থাপন করেন। তাদের নান্দনিক উপস্থাপনায় তখনকার পরিবেশ অন্য রকম রূপ ধারণ করে।

ইফতার কার্যক্রমে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, নরওয়েতে নিযুক্ত ইরাকের সাবেক রাষ্ট্রদূত সুনদুস উমর আলি। আয়োজকদের প্রশংসা করে টুইটারের এক পোস্টে তিনি লিখেন, শেক্সপিয়রের গ্লোব থিয়েটারে ইফতার গ্রহণ করতে ও আজান শুনতে বিভিন্ন ধর্মের চার শয়ের বেশি লোকের উপস্থিতি সবার জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা।

এর আগে গত শুক্রবার লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামেও রমজান টেন্ট প্রজেক্টের উদ্যোগে ই্ফতার অনুষ্ঠিত হয়। এতে চার শর বেশি লোক অংশগ্রহণ করে। গত ২৩ মার্চ ব্র্যাডফোর্ড ক্যাথেড্রালে আয়োজনের মধ্য দিয়ে উন্মুক্ত ইফতারের এই উৎসব শুরু হয়। পরদিন লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ক্লাবের সহযোগিতায় উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হয়। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এবারই প্রথম কোনো ক্লাব এমন আয়োজন করে।

  • সূত্র : আলজাজিরা

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com