পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাার প্রশংসা করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্ম, আর এখন তিনি নিজেই ইতিহাস।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন ও বিগত ৫০ বছরের নদীভাঙন থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাকে রক্ষার জন্য দোয়া এবং পবিত্র কুরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ওয়ায়দুল কাদের নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য নাহিম রাজ্জাকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।