শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজের দায়িত্ব নেওয়ার পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মঙ্গলবার (১৯ এপ্রিল) এ বৈঠক হয় বলে জানা গেছে। এক টুইটে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর অফিস।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ ও সেনাপ্রধানের বৈঠকে পেশাগত সংশ্লিষ্ট বিষয় থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানান, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি দেশটির সেনাপ্রধান।

একই দিনে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেন। প্রথম ধাপে ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *