পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলংকার পুলিশ বুধবার জানিয়েছে, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখতে, ধ্বংস ও লুটপাট ঠেকাতে তাদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার এই একই রকম নির্দেশ দেওয়া হয়েছিল শ্রীলংকার সেনাবাহিনীকে।
সোমবার সংঘর্ষ ও সরকার বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে শ্রীলংকা। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ।
নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক সময় পার করছে শ্রীলংকা। অর্থনৈতিক দুরঅবস্থার কারণেই দানা বাঁধে সরকার বিরোধী আন্দোলন। সোমবার এ আন্দোলন পুরো শ্রীলংকায় ছড়িয়ে পড়ে।
এদিকে এর আগে মঙ্গলবার খবর বের হয়, শ্রীলংকার সেনাপ্রধান জেনারেল সাভেন্দ্রা সিলভা প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছেন এবং বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবেন।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সেনাপ্রধান। তিনি বলেছেন, এমন কোনো হীন কাজে দেশটির সেনাবাহিনী যুক্ত হবে না।
সেনাপ্রধানের বিরুদ্ধে এ অভিযোগ করেন সোসালিস্ট পার্টির দুমিন্দা নাগামুয়া। শ্রীলংকার গণমাধ্যম ডেইলি মিরর এমন খবর প্রকাশ করে।
তবে এরমধ্যে যারা সহিংসতা করবে তাদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে।