পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ফিফটিতে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি গড়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৫৭/৬
রান হতে পারতো আরও বেশি। কিন্তু ডেথ ওভারে লঙ্কানদের দারুণ বোলিং আর বাংলাদেশের বাজে ব্যাটিং মিলিয়ে অন্তত ২০ রান কম হয়েছে। শেষ ১০ ওভারে বাংলাদেশ যোগ করতে পেরেছে কেবল ৬৪।
তবে আশা জাগিয়েও শতকের দেখা পেলেন না মুশফিকুর রহিম। রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েন ইসুরু উদানার হাতে। আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮৪ রান। ১৬ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এদিন শুরু থেকেই চালিয়ে খেলেন তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫০তম ফিফটি। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি।ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৭০ বলে ৫২ রান করেন তামিম। তামিম আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলে শূন্য রানে আউট হন মোহাম্মদ মিথুন।