ওয়ার্ল্ড ডেস্ক : তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্টের পক্ষ থেকে “কুরআন আমার উপহার” পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে শ্রীলঙ্কার মাদ্রাসার প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি উপহার দেয়া করা হয়েছে।
তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্টের পক্ষ থেকে শ্রীলঙ্কার বিভিন্ন মাদ্রাসায় তামিল ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
“কুরআন আমার উপহার” পরিকল্পনার বাস্তবায়ন করার লক্ষ্যে এই ইন্সটিটিউটের একটি টিম শ্রীলঙ্কার কিনিয়া শহরের একটি মাদ্রাসা পরিদর্শনকালে প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে একটি করে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি উপহার দেয়।
তুর্কি ধর্মীয় বিষয় এনডাওমেন্টের উপ মহাপরিচালক আব্দুর রহমান চিনিন বলেন: “কুরআন আমার উপহার” পরিকল্পনাটি তিন বছর পূর্বে শুরু হয়েছে। এ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের এক কোটি পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
তিনি বলেন: এই সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত বিশ্বের প্রচলিত বেশ কয়েকটি ভাষায় কুরআন শরিফ অনুবাদ করা হয়েছে এবং তুরস্কের প্রতিবেশী দেশ সহ দূরের অনেক দেশে এসকল অনুদিত পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে। এরমধ্যে শ্রীলঙ্কাও একটি দেশে যেখানে তামিল ভাষায় অনুদিত ৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থা ইন্সটিটিউট ফর এন্ডোমেন্ট এরপূর্বে ঘোষণা করেছে, এ বছর পবিত্র রমজান মাসে ১৭টি দেশে ১০টি প্রচলিত ভাষায় অনুদিত পবিত্র কুরআন ৫৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে।
_patheo/106/sb