শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থনীতিক ও সামাজিক অস্থিরতায় জর্জরিত শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির অন্তরবর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়া ঠেকাতে বিক্রমাসিংহের এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রোববার রাতে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই ব্যবস্থা ঘোষণা করেছেন বিক্রমাসিংহে।

বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে পদত্যাগ করেন গোটাবায়া রাজাপাকসে। এরপরই শ্রীলঙ্কার অর্ন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নেন রনিল বিক্রমাসিংহে। শপথ নিয়েই দেশটিতে আইন শৃংখলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

এর আগে শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন শুরু হয়। যদিও প্রেসিডেন্ট পদ প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন রনিল বিক্রমাসিংহে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *