শয়তান থেকে হিফাজত থাকার দোয়া

শয়তান থেকে হিফাজত থাকার দোয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সহজ ও শ্রুতি মধুর একটি দোয়া। যাতে রয়েছে একত্ববাদের সাক্ষ্য ও তাঁর প্রশংসা। এর ফজিলতও বেশি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সকালে উঠে উক্ত দোয়া পড়বে তার জন্য ইসমাঈল বংশীয় একজন দাস মুক্ত করার সমান সওয়াব হবে। তার জন্য দশটি পুণ্য লেখা হবে, দশটি পাপ ক্ষমা করে দেওয়া হবে, দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে। এবং সে শয়তান থেকে হিফাজত থাকবে।

لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ

উচ্চারণ : ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল্ হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির।’ (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)

অর্থ : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি একক তাঁর কোনো শরিক নেই, তাঁরই রাজত্ব, সমস্ত প্রশংসা তাঁরই। তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান।’

সুতরাং মুসলিম উম্মাহর উচিত এ ছোট দোয়াটি প্রতিদিন পড়ার মাধ্যমে উক্ত সওয়াব ও কল্যাণ লাভ করা। আল্লাহ তাআলা এ সকল কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *