২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই, সবাই এ দেশের নাগরিক : ধর্মপ্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। বাংলাদেশে যারা বসবাস করেন তারা সবাই এ দেশের নাগরিক। স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে। সবার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে’ বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য অব্যাহত রাখতে হবে। আমরা তা লালন করেও আসছি। কিন্তু বিভিন্ন ধর্মের কিছু লোক আছে যারা সুযোগ খুঁজে সম্প্রীতি বিনষ্ট করার। তাই সবাইকে সর্তক থাকতে হবে।

ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে উল্লেখ করে ফরিদুল হক খান জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইতোমধ্যে ৪৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com