১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৪ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে আগামী ২৮ মার্চ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদের দুটি অধিবেশনের মাঝে ৬০ দিনের বেশি বিরতি রাখার নিয়ম নেই। সাংবিধানিক বাধ্যবাধকতায় ওই দিন বিকাল ৫টায় শুরু হবে এ অধিবেশন।
এর আগে গত ২৭ জানুয়ারি শেষ হয় সংসদে ষোড়শ অধিবেশন।
করোনাভাইরাসের সংক্রমণ গতি কমে আসায় এবারের অধিবেশন মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মত হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।