২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

সংসদ অধিবেশন শুরু ২৮ আগস্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট (রোববার)। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংসদ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ৩০ জুন জাতীয় সংসদের ১৮তম ও বাজেট অধিবেশন শেষ হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com