সড়কে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না : সেতুমন্ত্রী

সড়কে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না। তিনি জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প চলবে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে সকালে সেতুভবনে প্রকল্পের অগ্রগতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: অক্টোবরে সড়কে ঝরল ৪৩৭ প্রাণ, ৩০ শতাংশই মোটরসাইকেলে

প্রেস ব্রিফিংয়ে প্রকল্পের অগ্রগতি নিয়ে ব্যক্তিগত ক্ষোভের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। সড়ক দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না।’

সড়ক নিরাপত্তা প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প উল্লেখ করে এখন থেকে নিজেই তত্ত্বাবধান ও মনিটরিং করবেন বলে জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী। প্রকল্পের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *