৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ রচিত সাড়াজাগানো সীরাতগ্রন্থ ‘আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি’—এর ২য় খণ্ড প্রকাশিত হতে যাচ্ছে। তিন খণ্ডে প্রকাশিতব্য গ্রন্থটিতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন পরিক্রমাকে সূচনাকাল থেকে হিজরতপূর্ব সময়, হিজরত থেকে গযওয়া খন্দক এবং বনু কুরায়যা অভিমুখে অভিযান থেকে সমাপ্তিকাল পর্যন্ত—এই ৩টি ভাগে বিভাজিত করা হয়েছে।
পাঠকদের দীর্ঘকাল অপেক্ষার পর খুব শীঘ্রই এবার প্রকাশিত হতে যাচ্ছে গ্রন্থটির ২য় খণ্ড। তবে প্রকাশের আগেই ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গতকাল (৯ এপ্রিল) প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাথেয় পাবলিকেশন’ থেকে বদর যুদ্ধ সংশ্লিষ্ট অধ্যায়ের প্রারম্ভিক চুম্বকাংশ পিডিএফ আকারে উন্মুক্ত করা হয়েছে। পাথেয় টোয়েন্টিফোর ডটকম পাঠকদের জন্য এখানে তা উপস্থাপন করা হলো।
পিডিএফ ফাইলটি সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অথবা এই ইউআরএল-টি কপি করুন :
https://drive.google.com/file/d/1GA_JADXHlIvjaJjufIrVkjxS8X4L6YB1/view?usp=sharing