২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতার জোট ন্যাটোকে সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত ও আফগানিস্তান।
সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে এমন আগ্রহ ব্যক্ত করা হয়।
আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর স্টার নিউজ গ্লোবালের
বৈঠকে উভয় পক্ষ দু’দেশের মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা জোরদার এবং আফগান শান্তি প্রক্রিয়া সম্পর্কে আঞ্চলিক শক্তি জোরদারের বিষয়ে আলোচনা করে।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মোকাবিলা করতে আগ্রহী দুই দেশ। এ বিষয়ে ভারতের জাতীয় উপদেষ্টার সঙ্গে বিশদ আলোচনা করেন প্রেসিডেন্ট ঘানি। ভারত ও আফগানিস্তান যৌথভাবে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে এই ক্ষেত্রে সফলতা অর্জন করতে চায় বলে জানান তিনি।
সফরে দোভাল আফগানিস্তানের আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন।
/এএ