সন্ত্রাসী হামলায় দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশি যুবক

সন্ত্রাসী হামলায় দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশি যুবক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বল্লভপুর গ্রামের তানভীর আহমদ মুকুল নামে এক যুবক দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তানভীরের পরিবারে এখন চলছে শোকের মাতম। সরকারি ব্যবস্থাপনায় লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার রাজবল্লভপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাঈমুল হক মাস্টারের ছোট ছেলে তানভীর আহমদ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি ব্যবসা করতেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তানভীরের ভগ্নিপতির মাধ্যমে তাঁর হত্যাকাণ্ডের খবর জানতে পারেন পরিববারে সদস্যরা। তাঁকে হত্যা করে দোকানেই ঝুলিয়ে রাখা হয়। মূলত টাকা লুটপাটের জন্যই তাঁকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের কথা শোনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন তানভীরের স্ত্রী উম্মে ফারজানা আক্তার। ফারজানা যেকোনো মূল্যে তাঁর স্বামীর লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহতের বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি একটি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন জানান, ঘটনা শোনার পর থেকে পরিবারে নাওয়া-খাওয়া বন্ধ। তিন ভাই ও ছয় বোনের মধ্যে তানভীর ছিল সবার ছোট। যে কারণে সে ছিল সবার আদরের।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *