সপ্তম ধাপের ইউপি ভোট সোমবার

সপ্তম ধাপের ইউপি ভোট সোমবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেবে সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, সপ্তম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ হাজার ২৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী রয়েছেন।

মোট ১ হাজার ৩৫০টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও। প্রতি কেন্দ্রে নিয়োজিত থাকছে বিভিন্ন বাহিনীর ২২ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় প্রতি উপজেলায় র‌্যাবের দু’টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম রয়েছে। উপজেলা প্রতি বিজিবির রয়েছে দুই প্লাটুন মোবাইল ফোর্স ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স। অন্যদিকে একই হারে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছে।

সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করছে ইসি। এরমধ্যে নয়টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ইতোমধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *