সপ্তাহান্ত কিসমুল ইফতায় ভর্তি নিচ্ছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী 

সপ্তাহান্ত কিসমুল ইফতায় ভর্তি নিচ্ছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী 

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘মুফতি তৈরী নয়, শিক্ষার্থীদের মাঝে ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা জাগাই’ প্রতিপাদ্য নিয়ে গেলো বছর সাপ্তাহিক ফিকহ চর্চার  অভিনব একটি কোর্স সম্পন্ন করেছে ‘ইমাম শায়বানী ফিকহ একাডেমী’ নামক হানাফী ফিকহে বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে কাজে লাগিয়ে ফিকহ, ফাতাওয়া ও উসূলুল ইফতার উচ্চতর গ্রন্থগুলোর পাঠদান আর সপ্তাহজুড়ে মুতালা’আ ও তামরীনের মধ্য দিয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী এবার দস্তারে ফযীলত গ্রহণ করেছে। প্রথম বছরের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পড়ুন–শাইখ আব্দুল্লাহ মারুফীর উপস্থিতিতে ইমাম শাইবানী ফিকহ একাডেমির দস্তারে ফযিলত মাহফিল অনুষ্ঠিত

ইমাম শাইবানী ফিকহ একাডেমীর প্রধান নির্বাহী মুফতি আব্দুস সালাম ইবন হাশিম বলেন, ‘যোগ্য ও অভিজ্ঞ মুফতিদের তত্বাবধানে একটি বছর আমরা নিবিড়ভাবে হানাফী ফাতাওয়ার ক্লাসিক ও আধুনিক গ্রন্থগুলোর পাঠদান করেছি। বিশেষ গুরুত্বের সাথে প্রায় অর্ধশত ফাতাওয়ার তামরীন করিয়েছি। দ্বীমাসিক ফিকহী মুহাদারার আয়োজন করেছি। যার ফলে মাত্র একবছরেই আমরা ইলমী মহলের দৃষ্টী আকর্ষণ করতে সক্ষম হয়েছি আলহামদু লিল্লাহ।’

ইমাম শাইবানী ফিকহ একাডেমীর মুশরিফ ও প্রধান মুফতি সাইফুল ইসলাম কাসেমী বলেন, ‘বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উৎকর্ষের ফলে উস্তাদদের কাছ থেকে ছাত্রদের ‘ইস্তিফাদার’ স্বতঃসিদ্ধ ধারা রক্ষা করা এখন খুবই সহজ হয়েছে। মুখোমুখি পাঠদানের সময়কাল তুলনামূলক সংক্ষিপ্ত হলেও ব্যক্তিগত মুতালা’আ, তামরীন ও পর্যাপ্ত হোমওয়ার্কের প্রত্যক্ষ তদারকির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে নিতে আমরা সচেষ্ট থেকেছি। একটা সময় প্রাতিষ্ঠানিক ‘ইফতা’ ছিলো না। কেবল ব্যক্তিগত মুতালা’আ এবং উস্তাদদের সাহচর্যের ফলে প্রখ্যাত সব মুফতি তৈরী হয়েছে। আমরা শিক্ষার্থীদের মাঝে মুতালা’আর স্পৃহা ও যাওক সৃষ্টি করায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি আলহামদু লিল্লাহ। সার্বক্ষণিক যোগাযোগ ও উস্তাদদের দিকনির্দেশনা এবং পরামর্শের মাধ্যমে ইস্তিফাদার ধারা অব্যাহত রাখার প্রতি উৎসাহিত করে থাকি।’

প্রতিষ্ঠানটির ধীমান উস্তায মুফতই উসমান হাফিজাহুল্লাহ বলেন– ‘ইমাম শাইবানী ফিকহ একাডেমীr তথাকথিত মুফতি বানানো উদ্দেশ্য নয়, বিশুদ্ধ ফিকহের আলোকে নিজে আলোকিত হওয়া ও উম্মাহকে আলোকিত করাই এর উদ্দেশ্য। আমরা শিক্ষার্থীদেরকে ফতোয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার শিক্ষা দেই। হানাফী ফিকহের কাওয়াঈদ ও উসূল মোতাবেক আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামা মাশায়েখের পথ ও মতের আলোকে, হানাফী ফিকহের স্বতসিদ্ধ গ্রন্থাবলি মন্থন করে ফতওয়া প্রদান করার অনুমতি দিয়ে থাকি।’

আনুষ্ঠানিক কার্যক্রমের এক বছর না পেরোতেই ‘ইমাম শাইবানী ফিকহ একাডেমী’র নাম ইতোমধ্যে মুখে মুখে ছড়িয়ে পড়েছে দেশের ইলমী মহলগুলোতে। অনেকেই সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যতিক্রমী এই উদ্যোগকে।

অভিনব মানহাজ ও মানহাজিয়্যাতের উপর বিনির্মিত এই কিসমুল ফিকহ–এর নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। কওমী মাদরাসার দাওরা হাদীস ও আলীয়া মাদারসার ফাদিল সম্পন্নকারী শিক্ষার্থীগণ কেবল এখানে ভর্তির জন্য মনোনীত হবেন। আগ্রহীরা নিম্মলিখিত নাম্বারে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন—

 

01322-075374

01829-669921

 

কিংবা সরাসরি আমাদের কার্যালয়ে এসেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আমাদের ঠিকানা—

 

১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ঢাকা -১২১৯

 

ফেইসবুকে আমাদের কার্যক্রম দেখতে ক্লিক করুন

 

আগ্রহীদের সুবিধার্থে ইমাম শাইবানি ফিকহ একাডেমী তাদের পাঠ্যবই তালিকা প্রকাশ করেছে—

 

১. বিষয় : নিকাহ

গ্রন্থ : হাশিয়াতু ইবনে আবেদীন (ফতোয়ায়ে শামী)

লেখক : ইবনে আবেদিন আশ শামী

 

২. বিষয় : আল হাযরু অয়াল ইবাহা (হালাল হারাম)

গ্রন্থ : হাশিয়াতু ইবনে আবেদীন (ফতোয়ায়ে শামী)

লেখক : ইবনে আবেদিন আশ শামী

 

৩. বিষয় : উদহিয়্যাহ (কুরবানী)

গ্রন্থ : আল ফাতাওয়া আল হিন্দিয়্যাহ

লেখক : আওরঙ্গজেব এবং বিভিন্ন বিশিষ্ট ইসলামী পণ্ডিত

 

৪. বিষয় : আল ওয়াকফ ওয়াল কাযা

গ্রন্থ : আল বাহরুর রাঈক

লেখক : যাইনুদ্দীন ইবনু নুজাইম

 

৫. বিষয় : ফারাইয

গ্রন্থ : আস সিরাজী ফিল মিরাস

লেখক : মুহাম্মাদ আব্দুর রশিদ আস সাজাওয়ান্দী

 

৬. বিষয় : বুয়ু’ (বাইউস সারফ, বাইউস সালাম, শিরকাহ, রিহন, মুদারাবাহ)

গ্রন্থ : মাজমাউল আনহুর

লেখক : দামাদ আফেন্দী

 

৭. বিষয় : কাওয়াঈদুল ফিকহ

 গ্রন্থ : তাজরীদু কাওয়াঈদিল ফিকহীল হানাফী মিনাল আশবাহী ওয়ান নাজাঈর

লেখক : মুহাম্মাদ ইউনুস খালিদ আল হানাফী

 

৮. বিষয় : আল ইকতিসাদুল ইসলামী ও আধুনিক মাসায়েল মাসায়েল

গ্রন্থ :  বুহুস ফি কাযায়া ফিকহিয়্যাহ মু’আসিরাহ

লেখক : মুফতি ত্বকী উসমানী

গ্রন্থ :  ইসলাম আওর জাদীদ মায়ীশাত ওয়া তিজারাত

লেখক : মুফতি ত্বকী উসমানী

গ্রন্থ :  ফিকহুল বুয়ু

লেখক : মুফতি ত্বকী উসমানী

 

৯. বিষয় : উসূলুল ইফতা

গ্রন্থ : শরহু উকুদি রাসমিল মুফতি

লেখক : ইবনে আবেদিন আশ শামী

গ্রন্থ : উসুলুল উফতা ওয়া আদাবুহু

লেখক : মুফতি ত্বকী উসমানী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *