সব ধর্মেই বলা আছে শান্তি ও সম্প্রীতির কথা : ধর্ম প্রতিমন্ত্রী

সব ধর্মেই বলা আছে শান্তি ও সম্প্রীতির কথা : ধর্ম প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি ১০০ বছর পর কী হতে পারে, তা নিয়েও ভাবেন। সেই লক্ষ্যেই তিনি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’

রোববার (১৫ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে আয়োজিত বুদ্ধপূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সব ধর্মের শান্তিপূর্ণ বসবাসের বিকল্প নেই। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর সব পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

ফরিদুল হক খান বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। সব ধর্মেই বলা আছে, শান্তি ও সম্প্রীতির কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একটি ধর্মনিরপেক্ষ শান্তি-সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশের সব বৌদ্ধ মন্দিরের অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি সহায়তা দিয়ে যাচ্ছেন। এছাড়া দেশের বাইরেও বৌদ্ধমন্দিরে প্রধানমন্ত্রী সহায়তা দিয়েছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করবেন, যেন স্রষ্টা তাকে ভালো রাখেন। তিনি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে আরও বেশি দিন বেঁচে থাকেন।’

অনুষ্ঠানে আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সুদর্শন দীপাল সুরেশ সিনিভিরন্তে। এছাড়া বোদ্ধ ধর্মের ভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *