৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার সমকামীদের অধিকার নিয়ে মুখ খুললেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। তিনি বলেন, আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাই সমকামিতা কোনো অপরাধ হতে পারে না। পোপ ফ্রান্সিস বিশপদের প্রতি সমকামী ও এলজিবিটিকিউদের অধিকার রক্ষায় তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
একটি বিদেশি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গত মঙ্গলবার পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। ওই সাক্ষাৎকারের বরাতে আল-জাজিরা জানিয়েছে, পোপ ফ্রান্সিস আরও বলেছেন, ‘অনেক জায়গায় আইনের মাধ্যমে সমকামিতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এটা মোটেও ন্যায্য নয়।’
পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা সবাই ঈশ্বরের সন্তান। আর ঈশ্বর তাঁর প্রত্যেক সন্তানকেই সমান ভালোবাসেন। তাই সমকামিতা কোনোভাবেই অপরাধ হতে পারে না।’
বিশ্বের বিভিন্ন প্রান্তের যেসব ক্যাথলিক বিশপ সমকামীদের বিরুদ্ধে প্রণীত বিভিন্ন আইন সমর্থন করেন, তাঁদের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেছেন, এলজিবিটিকিউদেরও চার্চে স্বাগত জানান।
মানবাধিকার সংগঠন হিউম্যান ডিগনিটি ট্রাস্টের তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৭টি দেশে আইন করে সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১১টি দেশে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
এর আগে পর্নোগ্রাফি নিয়ে কথা বলে আলোচনার জন্ম দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। গত অক্টোবরে ভ্যাটিকান সিটিতে এক অনুষ্ঠানে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে যাজক ও নানদের সতর্ক করে ৮৬ বছর বয়সী পোপ বলেন,‘পর্নো দেখার পাপ অনেক লোকের মধ্যে আছে… এমনকি যাজক এবং নানদেরও। সেখান থেকে শয়তান প্রবেশ করে। পরিশুদ্ধ হৃদয়ে কখনো পর্নোগ্রাফি বা অশ্লীলতা জায়গা নিতে পারে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা সম্পর্কে পোপ ফ্রান্সিস আরও বলেন, ‘এসব মাধ্যমে বেশি সময় নষ্ট করা উচিত নয়।’ তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ফোন থেকে এগুলো সরিয়ে ফেলুন।’