৮ই মার্চ, ২০২১ ইং , ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতজুড়ে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে দেশব্যাপী সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়তা বাড়াতে কর্মসূচি গ্রহণ করেছে দেশটির মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে হিন্দের সদর দফতর দিল্লিতে সংগঠনটির জাতীয় পরিষদের দুই দিনব্যাপী সমাবেশে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
ভারতের প্রভাবশালী এ সংগঠনটির চেয়ারম্যান মাওলানা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর সভাপতিত্বে এ সমাবেশে ভারতীয় মুসলমানদের উপর অন্যায়ভাবে আরোপিত বিভিন্ন বিষয়াদিসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে পারস্পরিক মতবিনিময় ও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এসময় জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী দেশটির সমসাময়িক উদ্ভূত বিভিন্ন বিষয়াবলি সংক্রান্ত সংগৃহিত তথ্যাদি সকলের সামনে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।
ভারতের উত্তপ্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশব্যাপী সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর জোর তাগিদ প্রদান করা হয় জমিয়তের এ বৈঠকে। এবং এ লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করার প্রস্তাব উত্থাপন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন, মাওলানা ক্বারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী, মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী, মাওলানা সালমান মানসুরপুরী, মাওলানা ক্বারী শওকত আলী।
এছাড়া দেশটির প্রতিটি প্রদেশে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে কমিটি গঠনের সার্কুলারও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
জমিয়তে উলামায়ে হিন্দের দুই দিনব্যাপী এ সমাবেশে আরও জানানো হয়, প্রতি বছর অনুষ্ঠিত হওয়া ফিকহী সেমিনার এবার রমজানের আগেই অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুফতি আবুল কাসেম নুমানী, মাওলানা রহমতুল্লাহ মীর কাশ্মিরী, মাওলানা বদরুদ্দীন আজমল, মুফতি সালমান মানসুরপুরী, মাওলানা ক্বারি শওকত আলি, হাফেজ পীর শাব্বির আহমদ, মুফতি রাশেদ আজমী, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুফতি জাবেদ ইকবাল, মাওলানা নিয়াজ আহমদ ফারুকী, হাফেজ নাদিম সিদ্দিকী, মুফতি ইফতেখার আহমদ প্রমুখ।
/এএ