পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজ গমনেচ্ছুদের জন্য প্রাক-নিবন্ধনের জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রাজকীয় সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন। সরকারি ব্যবস্থাপনায় মাত্র ৬ হাজার ৪৮ জন প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত কোটায় এখনও শূন্য থাকায় তা পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় যে সব হজযাত্রী ২০২০ সালের কোটা পূর্ণ হওয়ায় ২০২১ সালের জন্য প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের মধ্যে ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিকে অনতিবিলম্বে পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা বরাবর অথবা transfer@hajj.gov.bd আবেদন করার অনুরোধ জানানো হয়।
এ-সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ০৯৬০২৬৬৬৭০৭ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।